ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
Banglar Alo

পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তার আশ্বাস

Publish : 12:09 AM, 30 January 2025.
পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তার আশ্বাস

পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। যার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানিদূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংস্থাগুলোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা, হাতির অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল চারটি অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১১টি ভাটা সম্পূর্ণ বন্ধ ও দুটি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || news@banglaralo24.com || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || ads@banglaralo24.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুর্নীতির তথ্য চাওয়ায় উল্টো সাজা পেলেন কালের কণ্ঠ প্রতিনিধি শিরোনাম আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির আদেশ স্থগিত শিরোনাম দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত শিরোনাম ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’য় ধারাবাহিক, ক্ষিপ্ত নেটিজেনরা শিরোনাম পাবনায় দুই সপ্তাহে প্রতি মণে পেঁয়াজের দাম বেড়েছে ৬০০ টাকা শিরোনাম বোরকা ও হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অহনা