ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

কঠোর কর্মসূচীর হুঁশিয় জনকণ্ঠের সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের ৩ দিনের আল্টিমেটাম

Publish : 10:49 AM, 27 November 2024.
কঠোর কর্মসূচীর হুঁশিয় জনকণ্ঠের সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের ৩ দিনের আল্টিমেটাম

দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পাওনাবঞ্চিত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য’ আহবায়ক মো: ইলিয়াস মাহমুদ।

স্টাফ রিপোর্টার: :

চলতি মাসের ৩০ নভেম্বরের মধ্যে সকল পাওনা পরিশোধ করা না হলে দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচী পালন করার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পাওনাবঞ্চিত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য’ আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন অনুষ্ঠানে দৈনিক জনকন্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের শতাধিক-কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন, নিউজ এডিটর গিল্ড, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এতে বক্তব্য রাখেন বিটিভির সাবেক পরিচালক (বার্তা) কবি, গীতিকবি ও সাংবাদিক নাসির আহমেদ, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র সভাপতি মো. মইনুল ইসলাম বাদল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ নতুন করে স্বাধীন হলেও সাংবাদিকরা এখনও বৈষম্যের শিকার। এই বৈষম্য তৈরি করেছেন খোদ মালিকপক্ষ। দৈনিক জনকন্ঠের শতাধিক-কর্মকর্তা-কর্মচারী তাদের পাওনা আদায়ের জন্য মালিকপক্ষ বরাবর দফায় দফায় চিঠি দিলেও কোন সদুত্তর দেয়নি কর্তৃপক্ষ। অথচ শ্রম আইন অনুযায়ী সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের আইনানুগ তাদের পাওনা পরিশোধের কথা। কিন্তু পতিত আওয়ামী সরকারের সবচেয়ে সুবিধাভোগী প্রতিষ্ঠান গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা বলেন, অনেকে পাওনা আদায়ে শ্রম আদালতে মামলাও করেছেন। কিন্তু শেখ হাসিনার স্বৈরশাসনামলে জনকন্ঠের মালিক কর্তৃপক্ষ ছিল অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী। এমন কি একজন সংবাদকর্মীর বকেয়া পরিশোদের রায় দেয়ার পরও আদালতও সে রায় বাস্তবায়ন করতে পারেনি আওয়ামী প্রভাবের কারণে। ন্যায্য পাওনা পরিশোধ তো দূরের কথা, পাওনা চাইতে গেলে উল্টো হয়রানি ও নানা ধরনের হুমকির মুখোমুখি হতে হয়েছে।

তারা বলেন, পাওনা বঞ্চিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ দীর্ঘকাল চাকরি করার পর চাকুরিচ্যুত হয়েছেন, কেউবা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ টাকা না পেয়ে বিনা চিকিৎসায় মারাও গেছেন। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে দৈনিক জনকন্ঠ ও গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের সকল সাংবাদিক  কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচী পালন করা হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনিছুজ্জামান, মোঃ রহিম শেখ ও দৈনিক সরেজমিন বার্তা'র নিজস্ব প্রতিবেদক মোঃ রিপন হাওলাদার,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পাওনাবঞ্চিত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য’ আহবায়ক মো: ইলিয়াস মাহমুদ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান ডা. সাগর খান শিরোনাম নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ ভারতীয় মিডিয়ায় শিরোনাম গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট শিরোনাম কুমিল্লার তিন রেলস্টেশন : সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের ‘নিরর্থ’ স্টেশন শিরোনাম আসছে সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট শিরোনাম দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস