প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ-কয়েকজন আটক
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার কার্যালযের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এসময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো অফিসে একদল লোক ভাঙচুর করার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ওই এলাকায় অবস্থান করছেন।
এর আগে গত বৃহস্পতি (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com