ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
Banglar Alo

জাবি শিক্ষার্থীর মৃত্যু: উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

Publish : 10:44 PM, 20 November 2024.
জাবি শিক্ষার্থীর মৃত্যু: উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

জাবি শিক্ষার্থীর মৃত্যু: উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা করিম নিহতের ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-রেজিস্ট্রারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি ভিন্ন ভিন্ন অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (এস্টেট -১) আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফসানা করিমের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার শোক দিবস ঘোষণা করেছে। শোক দিবসের দিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিবহন অফিসের সব ধরনের বাস-গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এর আগে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে দুর্ঘটনার শিকার হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আফসানা করিম জাবির বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুর জেলায়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজধানীর বিভিন্ন সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ শিরোনাম আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার শিরোনাম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শিরোনাম শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শিরোনাম বাংলাদেশ-ভারত বৈঠক হতে যাচ্ছে ডিসেম্বরে শিরোনাম সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে যেসব সিদ্ধান্ত হলো