ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

আবারো বাদশাহর বাহুডোরে হানিয়া, ভিডিও ভাইরাল

Publish : 07:24 AM, 19 November 2024.
আবারো বাদশাহর বাহুডোরে হানিয়া, ভিডিও ভাইরাল

আবারো বাদশাহর বাহুডোরে হানিয়া, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :

বাদশা এবং হানিয়া বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন। বিশেষ করে দুবাইয়ে দেখা হলে তারা প্রায়ই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেন। হানিয়া তার সামাজিক মাধ্যমে বাদশাকে নিয়ে হামেশাই পোস্ট করে থাকেন। তাদের প্রেম চর্চা তুঙ্গে উঠতেই চর্চিত এই জুটির নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল! আর তা নিয়ে শোরগোল নেটিজেনদের মাঝে।

সম্প্রতি বাদশার কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’

নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনে। ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘এ আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশা আসলে হিরো।’

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে বাদশা লিখেছেন, ‘সবাই জানে আসল রকস্টার কে’।

এদিকে গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে।

বলে রাখা ভালো, এর আগে গ্রেস জ্যাসমিন মাসিহকে ২০১২ সালে বিয়ে করেছিলেন বাদশা। তাদের ৮ বছরের দাম্পত্যে ইতি পরে ২০২০ সালে। দুজনের এক কন্যা সন্তানও রয়েছে, জেসেমাই।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা আমিরাতের বড় দুই কোম্পানির শিরোনাম বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সাহায্য করবে ইইউ শিরোনাম বেশি সুদে এস আলমের ব্যাংকে টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন শিরোনাম ইসির স্বাধীনতার গ্যারান্টি চাইলেন সিইসি শিরোনাম সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে শিরোনাম ৬০ শতাংশ সুস্থ হয়ে গেছেন খালেদা জিয়া