ফের তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মহাখালী থেকে অবরোধ তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পর আবারও সড়ক অবরোধ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গুলশান-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ নিয়ে তালবাহানা শুরু করায় আবারও রাজপথে নেমে এসেছেন তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সকাল ১১টা থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com