ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
Banglar Alo

ডিজিটাল অ্যারেস্ট হয়ে ১০ কোটি টাকা হারালেন প্রকৌশলী

Publish : 05:11 AM, 18 November 2024.
ডিজিটাল অ্যারেস্ট হয়ে ১০ কোটি টাকা হারালেন প্রকৌশলী

ডিজিটাল অ্যারেস্ট হয়ে ১০ কোটি টাকা হারালেন প্রকৌশলী

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রকে সতর্কবার্তা দিলেও তারা এখনও সক্রিয় রয়েছেন। এবার এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে প্রায় ১০ কোটি টাকা হারালেন দিল্লির ৭২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে তাইওয়ান থেকে ফোন করে বলা হয় যে, মুম্বাই বিমানবন্দরে তার নামে একটি পার্সেল এসেছে, তাতে রয়েছে নিষিদ্ধ ড্রাগ।

দিল্লি পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে বলা হয়, নিজেদের মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক পরিচয় দেওয়ার পর কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় ওই ব্যক্তির থেকে। শুধু তাই নয়, নিজের মোবাইলে স্কাইপ ডাউনলোড করতে বলা হয় ওই ব্যক্তিকে। এ ঘটনায় তদন্তে রয়েছেন ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন। 

তারা আরও বলেন, ‘ওই ব্যক্তি অ্যাপ ডাউনলোড করলে ভিডিও কলে তাকে ৮ ঘণ্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। আইনি ঝামেলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে ১০ কোটি ৩ লাখ টাকা একাধিক অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেয় প্রতারকরা।’ 

‘প্রতারিত ব্যক্তি পুরো ঘটনা পরিবারকে জানালে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন বিভাগ তদন্তে নেমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ওই ব্যক্তির পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির ছেলে ও মেয়ে বিদেশে কর্মরত তাদের টার্গেট করার হুমকি দিয়েছিল অপরাধীরা। যার জেরেই টাকা দিতে বাধ্য হন তিনি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজধানীর বিভিন্ন সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ শিরোনাম আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার শিরোনাম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শিরোনাম শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শিরোনাম বাংলাদেশ-ভারত বৈঠক হতে যাচ্ছে ডিসেম্বরে শিরোনাম সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে যেসব সিদ্ধান্ত হলো