ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবর 'স্পষ্টভাবে' নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন, যা রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছু যুক্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক নিয়ে রিপোর্ট করেছে, তবে তা 'স্পষ্টভাবে' প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যমগুলো ব্যাপকভাবে এই খবর প্রকাশ করায় ইরান বিস্ময় প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গত সোমবার বৈঠক করেছেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com