ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সামিল: জাতিসংঘ কমিটি

Publish : 10:14 AM, 16 November 2024.
গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সামিল: জাতিসংঘ কমিটি

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সামিল: জাতিসংঘ কমিটি

আন্তর্জাতিক ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়ৈলের যুদ্ধ গণহত্যার সামিল বলে জানিয়েছে জাতিসংঘের একটি কমিটি। ইসরায়েলের আচরণ তদন্তের জন্য জাতিসংঘের বিশেষ কমিটি “ক্ষুধার্ত রাখাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের” জন্যও এবং অধিকৃত পশ্চিম তীরে “বর্ণবৈষম্যবাদ ব্যবস্থা” প্রচলনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

ইসরায়েলি পক্ষ থেকে কোন তাত্ক্ষণিক জবাব পাওয়া যায়নি। তবে অতীতে তারা জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা অভিযোগ এনেছে।

ইসরায়েলের দখলদারিত্বের উপর নজরদারি করতে জাতিসংঘের এই বিশেষ কমিটিটি ১৯৬৮ সালে গঠন করা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঘটে যা্ওয়া বিষয়গুলি এই বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক বিচারিক আদালত দক্ষিণ আফ্রিকার একটি দাবি তদন্ত করে দেখছে যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যামুলক। ইসরায়েলি সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

এ ছাড়া বৃহস্পতিবার হিউমান রাইটস ওয়াচও ইসরায়েলকে গাজায় হামানের বিরুদ্ধে তার যুদ্ধকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত করেছে। এই সিদ্ধান্ত ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যে কী না বার বার বেসমারিক লোকদের স্থানচ্যূত করিয়েছে এবং অন্য জায়গায় নিয়ে গেছে তারা ‘জোর পূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ করছে’ এবং তাদের এই কর্মকাণ্ড ‘জাতিগোষ্ঠীগত নিধনযজ্ঞ সংজ্ঞার সমতূল্য’ কারণ এখানে ফিলিস্তিনিদের ফিরে আসতে দেয়া হবে না।

এর জবাবে ইসরায়েল এই সংগঠনকে দোষারোপ করে বলেন এই তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা ও বাস্তব বিবর্জিত।’ 

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে ইসরায়েলের প্রচেষ্টাগুলি “কেবলমাত্র হামাসের সন্ত্রাসী সক্ষমতাকে নষ্ট করার উদ্দেশ্যে নিহিত, গাজার জনগণের বিরুদ্ধে নয়, হামাসের মত নয় যারা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং আবাসিক এলাকাগুলিতে সন্ত্রাসী অবকাঠামোর প্রবেশ ঘটায়।’

মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল সব অসামরিক ক্ষতিকে শোকের বিষয় বলে মনে করে অথচ হামাস সব অসামরিক ক্ষতিকে কৌশল হিসেবে দেখে। ইসরায়েল সশস্ত্র সংঘাতের নিয়ম অনুয়ায়ী অভিযান চালিয়ে যাবে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা আমিরাতের বড় দুই কোম্পানির শিরোনাম বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সাহায্য করবে ইইউ শিরোনাম বেশি সুদে এস আলমের ব্যাংকে টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন শিরোনাম ইসির স্বাধীনতার গ্যারান্টি চাইলেন সিইসি শিরোনাম সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে শিরোনাম ৬০ শতাংশ সুস্থ হয়ে গেছেন খালেদা জিয়া