চ্যাম্পিয়নদের কাছে কোটি টাকা পুরস্কারের চেক হস্তান্তর
টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
গত ৩১ অক্টোবর ঘোষিত সেই পুরস্কারের টাকা সাবিনা-মারিয়া-তহুরাদের দিতে বেশি দেরি করেনি জাতীয় ক্রীড়া পরিষদ।
১১ দিনের মাথায় চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যের নামে আলাদা আলাদা (৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা) চেক বাফুফের কাছে হস্তাস্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
১ কোটি টাকার বাইরেও নতুন কমিটির প্রথম সভায় মেয়েদের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। সহসাই সেই টাকাও সাবিনারা হাতে পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছে পুরস্কার ঘোষণা করেছিল বাংলেদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার নারী ফুটবলারদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণ দেয় বিসিবি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবির আর্থিক পুরস্কার ছিল ৫০ লাখ টাকা।
গেল ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com