ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

বিয়ে করেছেন কি না স্পষ্ট করলেন হিমি

Publish : 10:04 AM, 12 November 2024.
বিয়ে করেছেন কি না স্পষ্ট করলেন হিমি

বিয়ে করেছেন কি না স্পষ্ট করলেন হিমি

বিনোদন ডেস্ক :

 অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জাস্ট ম্যারিড' লিখলেন ।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই পোস্টের পর তার ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ে। প্রশ্ন জাগে, তবে আচমকা বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

সেই পোস্টের পর অনেকেই তাকে বিয়ের জন্য অভিনন্দনও জানাতে শুরু করে দেন। পরে হিমিকে সেই পোস্টের রহস্য উন্মোচন করতে হলো। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন, আলোচিত পোস্টটি নিছকই একটি মুক্তিপ্রতীক্ষিত নাটকের প্রচারণা মাত্র।

জানা যায়, অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ‘জাস্ট ম্যারিড’ নামের একটি নাটকে অভিনয় করেছেন হিমি। সে নাটকের প্রচারণার অংশ হিসেবে পোস্টটি করেছিলেন তার পেজের অ্যাডমিন। তবে অনেকেই এটিকে তার বিয়ের খবর ভেবে নেওয়ায় পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়।

এই পোস্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে হিমি একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, জানিয়েই বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি আজ মুক্তি পেয়েছে।’

এসময় নিজের বাস্তবে বিয়ের প্রসঙ্গেও কথা বলেছেন হিমি, ‘বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

প্রসঙ্গত, ‘জাস্ট ম্যারিড’ নামের সে নাটকে হিমি, নিলয় ছাড়াও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৭ কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম, ২৪ ঘন্টায় বিচার না পেলে থানা ঘেরাও শিরোনাম পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আসেনি শিরোনাম পাকিস্তানের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর বাংলাদেশের শিরোনাম ঢাবি থেকে আলাদা হচ্ছে ৭ কলেজ, ভর্তি বন্ধ এ বছরই শিরোনাম পুলিশ না থাকলে শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো শিরোনাম ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব জর্ডান, মিসর ও আরব লীগের প্রত্যাখ্যান