মুছে ফেলার পরও আইফোনে দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, কারণ কী
অনলাইনে আপনি কী খুঁজছেন বা খোঁজার চেষ্টা করছেন, তার সব তথ্যই জমা থাকে ব্রাউজারের সার্চ তালিকায়। আর তাই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশের পর সে তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে নিয়মিত ব্রাউজারের সার্চ ইতিহাস মুছে ফেলেন অনেকেই।
কিন্তু হঠাৎ করেই মুছে ফেলা ইন্টারনেট ব্যবহারের ইতিহাস আইফোনে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, ব্রাউজিং ইতিহাস এবং ক্যাশ মেমোরি মুছে ফেলার পরও আইফোনের পর্দায় হঠাৎ করে পুরোনো ইন্টারনেট ব্যবহারের ইতিহাস পর্দায় দেখা যাচ্ছে। অনেক সময় ইনকগনিটো মোডের ব্রাউজিং ইতিহাসও দেখা যাওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হচ্ছে। আইফোন ল্যান্ডস্কেপ মোড বা আড়াআড়ি ধরে ব্যবহারের সময় বারবার এ ধরনের সমস্যা হচ্ছে।
আইফোনের এ সমস্যার বিষয়ে এক ভুক্তভোগী বলেন, ‘আমি আমার মাকে ফোনে কিছু দেখাচ্ছিলাম। সে সময় হঠাৎ করে পুরো পর্দাজুড়ে মুছে ফেলা ইন্টারনেট ব্যবহারের ইতিহাস দেখতে পাই। এতে আমি খুবই বিব্রতবোধ করেছিলাম।’ আরেকজন ভুক্তভোগী বলেন, আইফোন ল্যান্ডস্কেপ মোডে ধরলে অপ্রত্যাশিতভাবে পুরোনো কনটেন্ট বা আধেয় দেখা যাচ্ছে। এতে খুবই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এ সমস্যা আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ নামানোর পর থেকে আইফোনে মুছে ফেলা ইন্টারনেট ব্যবহারের ইতিহাস দেখা যাওয়ার সমস্যা বেশি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অ্যাপলের পক্ষ থেকে এখনো এই সমস্যার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা থাকা পুরোনো তথ্য কারিগরি ত্রুটির কারণে আবার দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com