নিউইয়র্কের যে উৎসবে থাকছেন ঢাকার একঝাক তারকা
গত কয়েক বছর ধরে বিশ্বের বিখ্যাত ইভেন্ট ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। এবার তাঁর উদ্যোগে আগামী ২৪ নভেম্বর নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়াট হোটেলে বসছে ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। যে আয়োজনে বাংলাদেশের তারকা শিল্পীদের মিলনমেলা বসবে বলেই নিশ্চিত করেছেন পিয়াল। তিনি বলেন, ‘জমকালো আয়োজনে নিউইয়র্কে হবে আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড। যে আয়োজনে বাংলাদেশের অধিকাংশ তারকা শিল্পীরা উপস্থিত থাকবেন।’
এতে তারকাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি ফ্যাশন ও মিউজিক্যাল শো অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। যাতে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সজল, ইমন, নিরব, রোশান, মন্দিরা চক্রবর্তী, পায়েল সরকার। গানের অঙ্গন থেকে হাজির থাকবেন আঁখি আলমগীর, বিপ্লব, এস আই টুটুল, রিজিয়া পারভীন, রেশমি মির্জা ও স্বপ্নিল সজিব। উপস্থাপক হিসেবে থাকছেন দেবাশীষ বিশ্বাস। এ ছাড়াও মডেল অনন্য রুমাসহ আরও বেশ ক’জন তারকা উপস্থিত থাকবেন।
এই আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে তারকা শিল্পীরাও নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, পিয়াল ভাই আমাদের বেশ প্রিয় একজন মানুষ। তিনি এত বড় আয়োজন করছেন নিউইয়র্কে। আমিও সেখানে থাকছি। আশা করি, দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে।
চিত্রনায়ক ইমন বলেন, ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড-এ আমি থাকছি। সেখানে যাওয়ার সব প্রস্তুতি শেষ। আগামী সপ্তাহেই নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেব।
নিরব বলেন, আমি এই মুহূর্তে থাইল্যান্ডে আছি। কয়েক দিনের মধ্যেই দেশে ফিরব। এরপরই কিছু কাজ রয়েছে। সেগুলো গুছিয়েই রওনা হব আইকনিক বিজনেস অ্যাওয়ার্ড-এ পারফর্মের উদ্দেশে।
ঢাকার শোবিজে দুই যুগের বেশি সময় ধরে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন পিয়াল হোসেন। বেশ কয়েকটি বড় বড় শো হয়ে আসছে তাঁর হাত ধরে। বিগত বছর ‘আইকনিক বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে। সেখানে দুই বাংলার তারকা শিল্পীরা অংশগ্রহণ করেন। তার ধারাবাহিকতায় এ বছর অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কে।
পিয়াল বলেন, ‘আমার কাছে দেশের তারকাদের নান্দনিক উপস্থাপনাটা খুব জরুরি। দেখুন, আমাদের এই শোবিজ ইন্ডাস্ট্রিতে এত বছরেও অধিকাংশ শিল্পীর আলাদা ফ্যাশন ডিজাইনার নেই! এটা আমাকে অবাক করে। কোনো শিল্পীর ম্যানেজমেন্ট অফিস নেই। সেসব দিক বিবেচনা করেই শিল্পীদের একটা দারুণ প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। এ প্ল্যাটফর্মের উদ্যোগেই প্রথম আইকনিক স্টার অ্যাওয়ার্ড শুরু করি। এই আয়োজন করে বেশ সাড়া পাই। আমরা প্রথম শো করেছিলাম পশ্চিমবঙ্গে। এবার করছি নিউইয়র্কে। আগামী বছর আমরা এই শো করব কানাডাতে। প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে এ আয়োজন করতে চাই। অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের রিহার্সেলও চলে একটানা। যাতে শিল্পীরা দারুণ পারফর্ম করতে পারে। আশা করছি, নিউইয়র্কের আয়োজনটা দারুণ এক জমকালো ইভেন্ট হবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com