ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪
Banglar Alo

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

Publish : 09:54 AM, 14 September 2024.
ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

শুক্রবার জুমার নামাজের পরে মিছিল নিয়ে হলপাড়া ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। শনিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচি জানানোর কথা বলেছেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের এক দফা দাবির আগে ৯ দফা দাবির মধ্যে একটি দফা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তবে সেটি এখন বাস্তবায়নের দাবি উঠছে না।

বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সানজিদা চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তচিন্তার ও গবেষণার সুযোগ সৃষ্টি না করা হলে আমরা রাজপথেই থাকব। তাই যারা দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তাদের সতর্ক করছি।

কর্মসূচিতে আরেক ছাত্র নাফিউর রহমান প্রস্তাব করে বলেন, ক্যাম্পাসের ভেতর দলীয় ব্যানারে বা কোনো দলের পক্ষে-বিপক্ষে মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। তবে ছাত্রদের নিজেদের দাবিসংশ্লিষ্ট কোনো বিষয় বা আন্তর্জাতিক কোনো মানবাধিকারের ইস্যুতে ছাত্ররা ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবেন। এ ছাড়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ শিরোনাম শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা শিরোনাম মমতাজের ব্যাংক হিসাব জব্দ শিরোনাম তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি শিরোনাম অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ শিরোনাম সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না আমিন