আমার নামে ফেসবুক কে ব্যবহার করছে, আমি জানি না: বিপাশা হায়াত
বিপাশা হায়াত ফেসবুক ব্যবহার করেন না। তার কোনো ফেসবুক পেজও নেই। অথচ তার নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে রাজনৈতিক পোস্ট দেওয়া হচ্ছে। অথচ এসবের কিছুই জানেন না বিপাশা হায়াত।
গত শনিবার সকালে বিপাশা হায়াত নামের এক ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেওয়া হয়েছে! এর পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে এ অভিনয়শিল্পী লিখেছেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’
এ মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত বিপাশা বললেন, ‘ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তাও আমার বোধগম্য নয়।’
এদিকে বিপাশা এক গণমাধ্যমকে জানালেন, ‘আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তাও আমার জানা নেই। সেটা ভালো কি খারাপ, সেটাও আমার জানার দরকার নেই। কিন্তু এটা বলতে পারি, এসব মোটেও আমার দর্শন না। এই রাজনৈতিক দর্শনও আমার না। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com