ঢাকা, ১৯ মার্চ, ২০২৫
Banglar Alo

পাকিস্তান সফরে যাচ্ছেন সাকিব!

Publish : 12:17 AM, 31 July 2024.
পাকিস্তান সফরে যাচ্ছেন সাকিব!

পাকিস্তান সফরে যাচ্ছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক :

সাকিব আল হাসান এখন কানাডায়। সেখানে তিনি গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন। সাকিব বাংলা টাইগার্স মিসিসাউগার অধিনায়ক সেখানে। সেখানে তার নেতৃত্বে দুই ম্যাচের একটিতে জিতেছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে মেজর ক্রিকেট লিগ খেলেছেন তিনি। এমন ব্যস্ততা দেখে গুঞ্জন শুরু হয়। সাকিব পাকিস্তানে দুই টেস্ট খেলতে যাবেন তো! শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন, সাকিব ছুটির আবেদনপত্র জমা দেননি। আর পাকিস্তানে যেতে চান তিনি।

আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের কয়েকজন সদস্য চট্টগ্রামে অনুশীলন করছে। এ ছাড়া অস্ট্রেলিয়ায় এইচপির কয়েকজন রয়েছেন। আবার বাংলাদেশ টাইগার্সের রয়েছেন অনেকে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে। ৩০ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে করাচিতে।

পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জেতেনি বাংলাদেশ। এবারও সফর কঠিন হবে। যদিও শাহরিয়ার নাফীস বলেছেন, ‘আমি এই সফর নিয়ে আশাবাদী। ভালো ফল আসবে মনে করি। সাকিব এখনো কোনো ছুটির চিঠি আমাদের কাছে জমা দেয়নি। আমরা পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে দেখছি।’

সাকিব যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই বলেছিলেন তিনি পাকিস্তান সফরকে মাথায় রেখেই যাচ্ছেন। ৩৭ বছর বয়সে তার তিনটি ফরম্যাটই চালিয়ে যাওয়া কঠিন হওয়ার কথা। তার ওপর আবার যুক্তরাষ্ট্র ও কানাডার লিগ হয়ে জাতীয় দলের সঙ্গে এই বিশ^সেরা অলরাউন্ডার যোগও দেবেন।

দিন দিন সাকিবের ব্যস্ততা বাড়ছে। মাগুরার সংসদ সদস্য তিনি। এ ছাড়া রয়েছে ব্যবসা বাণিজ্যের চাপ। বিদেশের লিগেও খেলছেন নিয়মিত। অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ বছর খেলেননি। সবচেয়ে কষ্টকর হচ্ছে, সাকিবের পরিবার যুক্তরাষ্ট্রে থাকে। বাচ্চাদের বয়স অনেক কম। সাকিব জাতীয় দলের হয়ে খেলতে ঢাকা আসেন। আর বিদেশের লিগ খেলতে যান। বিমানে বিমানে কাটে জীবন এই কিংবদন্তি ক্রিকেটারের।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের শিরোনাম বিয়ে করলেন সমন্বয়ক রাফি শিরোনাম রোমাঞ্চকর অনুভূতি হামজার, খেলতে চান ৮ নম্বর জার্সি পরে শিরোনাম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন শিরোনাম জুলাই অভ্যুত্থানে হামলা: ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার শিরোনাম ‘ওই কিরে’, আদনানেন পোস্টে মেহজাবীনের মধুর জবাব