ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

Publish : 02:46 AM, 24 July 2024.
থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

নারী এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে ৭  উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৬ রান তোলেন থাইকন্যারা। 

জবাবে ১৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নেন বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন ওপেনার মুর্শিদা খাতুন। আর বল হাতে চমক দেখান রাবেয়া খান। মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুল নেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি হারার পর এদিন জয়ে ফিরলেন জ্যোতিরা। কাল একই মাঠে বাংলাদেশের পরের ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

এদিন থাই ওপেনাররা ২৬ রানের জুটি গড়েন। দলের হয়ে ৪১ রান করেন তাদের ওপেনার বোচাথাম। সাবিকুন নাহার জেসমিন ও ঋতু মনি দুটি করে উইকেট শিকার করেন। ১০০-এর নিচে থাইল্যান্ডকে আটকে রেখে শুরুটা বেশ ভালোই করেছিলেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। ১১ বলে ১৭ রান তুলে নেন দিলারা। 

কিন্তু মুর্শিদার সঙ্গে একটা ভুল বোঝাবুঝিতে রানআউট হতে হয় তাঁকে। তবে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে নেন মুর্শিদারা। ৫৫ বলে ৫০ রানের ইনিংসে মোট ৮ বাউন্ডারি হাঁকান মুর্শিদা। আগের ম্যাচে রান খরার আক্ষেপ অনেকটাই ঘুচিয়ে দেন তিনি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাড়ি পার্কিং নিয়ে বিরোধ : নিউইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি কলেজছাত্র শিরোনাম ৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল শিরোনাম সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস শিরোনাম বাংলাদেশে চরম দারিদ্রসীমায় ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ শিরোনাম দেশ-বিদেশে থাকা সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ শিরোনাম ‘যাদের কথায় আন্দোলনে তারাই ভুলে গেছেন’