ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

ফোনে কথা শুনতে পান না ইন্টারনেটও স্লো

Publish : 11:13 PM, 27 June 2024.
ফোনে কথা শুনতে পান না ইন্টারনেটও স্লো

ফোনে কথা শুনতে পান না ইন্টারনেটও স্লো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

 মোবাইলে মাঝেমধ্যেই উধাও হয়ে যায় নেটওয়ার্ক। এ ধরনের সমস্যার শিকার হয় কমবেশি অনেকেই। দুর্বল নেটওয়ার্কের কারণ হলো ৫টি ভুল, যা অনেকেই করে থাকেন। কী সেই ভুলগুলো? কীভাবে ফোনের নেটওয়ার্ক ঠিক করবেন জেনে নিন।

দুর্বল সিগন্যাল : সিগন্যাল দুর্বল হলে স্বাভাবিকভাবেই ফোনে নেটওয়ার্ক আসবে না। গুচ্ছের সেটিংস চেঞ্জ করলেও একই অবস্থায়

থাকবে নেটওয়ার্ক। তাই এমন জায়গায় আসুন, যেখানে সিগন্যাল ভালো। যেমন জানালার কাছে বা খোলা জায়গায়। পাশাপাশি যে সিম ব্যবহার করছেন, তাদের কভারেজ ম্যাপও চেক করতে পারেন ইন্টারনেটে। যেখানে সিগন্যাল কভারেজ, সেখানে যাওয়ার চেষ্টা করুন তাহলে নেটওয়ার্ক ভালো পাওয়া যাবে।

নেটওয়ার্ক কনজেশন : যখন একসঙ্গে প্রচুর নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ক্যারিয়ার ব্যবহার করা শুরু করেন, তখন সেই সময়টিকে বলে নেটওয়ার্ক কনজেশন। সাধারণত যেখানে মানুষের জমায়েত বেশি থাকে, যেমন কনসার্ট, ক্রিকেট-ফুটবল ম্যাচ ইত্যাদি। এ সময় ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন। পাশাপাশি এমন অ্যাপ ব্যবহার করুন যেগুলো কম ডেটাতেও ভালো চলতে পারে।

পুরনো সফটওয়্যার : মোবাইলে যদি পুরনো সফটওয়্যার থাকে, তাহলে কল ড্রপ, স্লো ইন্টারনেট এ ধরনের সমস্যায় ভুগতে পারেন। সিগন্যাল ভালো পেলেও, নেটওয়ার্ক দুর্বল থাকে। তাই স্মার্টফোনের সফটওয়্যার ভার্সন চেক করুন, নতুন আপডেট এসে থাকলে সেটি অবশ্যই ফোনে ইনস্টল করুন।

সিম কার্ড সংক্রান্ত সমস্যা : সিম কার্ডে যদি কোনো দাগ থাকে বা ভুলভাবে ইনস্টল করা হয়, সে ক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যার মুখে পড়তে পারেন আপনি। এর জন্য প্রথমে মোবাইল থেকে সিম কার্ড বের করুন। তারপর চেক করুন তাতে কোনো স্ক্র্যাচ বা নোংরা রয়েছে কি না। যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার করে, তবেই ফোনে ইনস্টল করুন।

অন্যান্য ডিভাইসের হস্তক্ষেপ : অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেমন মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন, ওয়্যারলেস নেটওয়ার্ক দ্বারা হস্তক্ষেপ হলে আপনার ফোনে সিগন্যাল নাও আসতে পারে। তাই এ ধরনের ডিভাইসের সামনে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। কারণ এগুলো আপনার ফোনে ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আসতে বাধা দেয়। তাই ইলেকট্রনিক ডিভাইস নেই, এমন জায়গায় মোবাইল ব্যবহার করুন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই শিরোনাম ‘শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া মানে খুনিকে আশ্রয় দেওয়া’ শিরোনাম নির্বাচন কবে হতে পারে, ধারণা দিলেন আসিফ নজরুল শিরোনাম চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি শিরোনাম আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড়