সাকিব-তামিম ইস্যুতে প্রশ্ন তুলেছেন পাইলট
কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের শুরুতেই বড় বিতর্ক তৈরি হয়ে গেলো বিশ্বকাপ দল নিয়ে। তামিম ইকবালের বাদ পড়ার পেছনে অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ হাথুরুসিংহের ভূমিকা দেখছেন অনেকে।
তবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, সাম্প্রতিক সময়ে দল নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার পেছনে বড় দায় বোর্ডের গুটিকয় লোকের। যাদের তিনি ভাইরাস আখ্যা দিয়েছেন।এমনকি হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে কোচ করে আনার জন্যও বিসিবিকে দুষছেন পাইলট। তার মতে, লঙ্কান এই কোচের এখন কোনো মার্কেট ভেল্যু নেই, তারপরও বিসিবি তাকে বেশি টাকা দিয়ে নিয়ে এসেছে।
এক ফেসবুক লাইভে পাইলট বলেন, ‘আমি প্রথম থেকে বলেছি, হাথুরুসিংহেকে নিয়ে। যে লোকটার মার্কেটে কোনো ভেল্যুই নাই, সে লোকটাকে দুনিয়ার সবচেয়ে বেশি টাকা দিয়ে নিয়ে আসবেন কেন? যে লোকটার আন্তর্জাতিক কোনো অফার নাই, সে লোকটাকে এত টাকা দিয়ে নিয়ে এসেছেন কেন?’‘১৫ টাকার লোককে ৩০ টাকা দিয়ে নিয়ে এসেছেন। তাকে তো বলে দিয়েছেন আমি যেভাবে পেছনে থেকে চালাব, তোমার চলতে হবে। ওই লোকও তো হ্যাপি, কারণ ১৫ টাকার জায়গায় ৩০ টাকা পাচ্ছি, ক্যারিয়ারে আর কী আছে? দুই বছরে যদি ১৫ টাকার জায়গায় ৩০ টাকা পাই তাহলে আমি বেনিফিট। বাসায় গিয়ে রিলাক্স করব। সুপার লাইফ এনজয় করব।’
সাকিব-তামিম ইস্যুতে ম্যানেজম্যান্টের ভূমিকা কী ছিল, সেই প্রশ্নও তুলেছেন পাইলট। তিনি বলেন, ‘ম্যানেজম্যান্টের কাজ কি? ম্যানেজম্যান্টের কাজই তো সমস্যাগুলো ঠিকঠাক করা। তাহলে এত এত টাকা খরচ করে লাভ কী?’
পাইলট ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ভেতরে ভাইরাস আছে। সেটা যদি ঠিক না হয়, কোনোদিনও কিছু ঠিক হবে না। ক্রিকেটে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। বিগত কয়েক বছরে এটা তৈরি হয়েছে। এভাবে চললে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে।’‘আপনাদের কত পোস্ট দরকার, সব পোস্ট নিয়ে নেন। বোর্ডের ইলেকশন দরকার নেই, কিছু দরকার নাই। কিন্তু ক্রিকেটটা ধ্বংস কইরেন না। অনেকে বিরাট কোহলি, অনেকে সাকিব, অনেকে তামিম হতে চায়। ওদের স্বপ্নটা নষ্ট কইরেন না। আপনারা শুধু চেয়ারের জন্য সব স্বপ্ন নষ্ট করে দিচ্ছেন।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com