ঢাকা, ১৪ মে, ২০২৪
Banglar Alo

আদালত প্রাঙ্গণে জ্ঞান হারানো বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

Publish : 04:23 AM, 29 April 2024.
আদালত প্রাঙ্গণে জ্ঞান হারানো বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীতে সুলতান উদ্দিন (৭৮) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে তিনি জ্ঞান হারান। দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধার ‍মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতান উদ্দিন সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে পেশাগত কাজে আদালতে আসেন সুলতান উদ্দিন। কাজ করার সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে জেলা কালেক্টেট জামে মসজিদের সামনে এলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার সুলতান উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা মুশকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছিলেন।’

এর আগে, গত ২১ এপ্রিল প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সদর উপজেলার মাধবদীতে সাফকাত জামিল ইবান (৩২) নামে একজনের মৃত্যু হয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এবার বলিউডে মধুমিতা শিরোনাম বিয়ে নিয়ে আক্ষেপ সোনাক্ষীর শিরোনাম শুক্রবারও মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত আসছে শিরোনাম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল শিরোনাম ভিসানীতি পরোয়া করে না আ. লীগ: ওবায়দুল কাদের শিরোনাম ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নেই, বললেন ছাত্রলীগ নেতা