ঢাকা, ১৫ মে, ২০২৪
Banglar Alo

পরের জন্মে আমি বাংলা মায়ের কোলে জন্ম নেব: মোদি

Publish : 07:09 AM, 28 April 2024.
পরের জন্মে আমি বাংলা মায়ের কোলে জন্ম নেব: মোদি

পরের জন্মে আমি বাংলা মায়ের কোলে জন্ম নেব: মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‌‘আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনো মায়ের কোলে জন্মগ্রহণ করব। নয়ত এত ভালোবাসা কখনও পেতাম না। এত লোক আজ আমার এই জনসভায় এসেছেন।’

তীব্র গরমে ভোট প্রচারণায় পশ্চিমবঙ্গের  মালদায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। অপরদিকে মেদিনীপুর পূর্বে জোড়া জনসভা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ দুই জেলায় ভোট রয়েছে তৃতীয় ও ষষ্ঠ ধাপে। গরমের তেজে কার্যত মালদহে জারি হয়েছে তাপপ্রবাহ। চল্লিশের উপর তাপমাত্রা।

ভিড় দেখে আবেগপ্রবণ হয়ে মোদি বলেন, ‘আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। মাঠে জায়গা কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এর জন্য তাদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি বাংলায় উন্নতি করে আপনাদের এই ভালোবাসা ফিরিয়ে দেব।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্যই আপনারা ফ্রি রেশন পাচ্ছেন।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪০ গ্রাম হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন শিরোনাম রাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি শিরোনাম ফেনী জেনারেল হাসপাতালে বন্ধের পথে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ শিরোনাম ফেনী জেনারেল হাসপাতালে বন্ধের পথে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ শিরোনাম মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেপ্তার শিরোনাম মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেপ্তার