ঢাকা, ১৫ মে, ২০২৪
Banglar Alo

‘মা’ হচ্ছেন জয়া আহসান

Publish : 09:43 AM, 08 May 2024.
‘মা’ হচ্ছেন জয়া আহসান

‘মা’ হচ্ছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক :

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করছেন কলকাতার সিনেমাতেও। আর ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। যার পরিচালক অনিরূদ্ধ রায় চৌধুরী। তার সবশেষ হিন্দি সিনেমাও এটি। প্রায় এক দশক পর তিনি নির্মাণ করছেন বাংলা সিনেমা। নাম ‘ডিয়ার মা’।

সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনিরূদ্ধ রায় চৌধুরী বলেন, ‘রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয়। মেয়েকে বড় করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয়। সে পরিপূর্ণ হয়। সিনেমায় বাবা-মা ও সন্তানের সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায়। কিছু গল্প আছে যেগুলো নিজের ভাষাতে বলতে ইচ্ছা করে, তেমনই এক সিনেমা “ডিয়ার মা”। হিন্দিতে সিনেমা করলেও বাংলা সব সময় আমার মনের কাছেই ছিল। ভবিষ্যতে হিন্দি-বাংলা দুই ভাষাতেও সিনেমা বানাব।’

‘ডিয়ার মা’ নিয়ে উচ্ছ্বসিত জয়া নিজেও। আগামী মাস থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। বর্তমানে চলছে প্রস্তুতি আর জয়া আছেন কলকাতাতেই। তিনি বলেন, ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। শিল্পীদেরও ডাকেন, যেমন হয় আরকি একটা ছবিতে। আমাদের এই ছবি নিয়ে সেভাবে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে। এই ছবিতে আমার চরিত্রটি একজন মায়ের। বলতে গেলে, প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪০ গ্রাম হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন শিরোনাম রাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি শিরোনাম ফেনী জেনারেল হাসপাতালে বন্ধের পথে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ শিরোনাম ফেনী জেনারেল হাসপাতালে বন্ধের পথে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ শিরোনাম মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেপ্তার শিরোনাম মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেপ্তার