ঢাকা, ১৪ মে, ২০২৪
Banglar Alo

পরের বার বাংলা মায়ের গর্ভে জন্ম নেব: মোদি

Publish : 10:35 AM, 27 April 2024.
পরের বার বাংলা মায়ের গর্ভে জন্ম নেব: মোদি

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক :

ভারতের লোকসভা নির্বাচনে প্রচারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে গিয়েই নরেন্দ্র মোদি বললেন, পরেরবার বাংলা মায়ের গর্ভে জন্ম নিতে চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মালদহে জনসভায় বক্তব্য দিতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই জনসভায় তিনি বলেন, ‘এত ভালোবাসা কপালে জোটে না। মনে হয় আমি গত জন্মে বাংলায় জন্মেছিলাম। অথবা, পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি।’

মালদহের সভার শুরু থেকেই নিজেকে বাংলার ‘আপন’ বলে প্রমাণ করার চেষ্টা করলেন মোদি। বললেন, শিল্প, সংস্কৃতি, দর্শন, প্রগতি, সব কিছুতেই এগিয়ে ছিল বাংলা। সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালোবাসা ফিরিয়ে দেব।’

কথার মাঝে বারার মোদি মোদি রব উঠে। একাধিকবার ভাষণ থামাতে হয়েছে নরেন্দ্র মোদিকে।সমর্থকদের অনুরোধ করতে হয়েছে, “একটু শান্ত হয়ে শুনুন, আমাকে বলতে দিন।”

মোদি বলেন, ‘আপনাদের এই উৎসাহ, ভালোবাসা আমি মাথায় করে রাখব। আপনারা আমাকে এত ভালোবাসছেন, মনে হচ্ছে আমি হয় গত জন্মে বাংলায় জন্মেছিলাম। নয়তো পরের জন্মে আমি বাংলার মায়ের গর্ভে জন্ম নিতে চলেছি। এত ভালোবাসা কপালে জোটে না।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার: নানক শিরোনাম তর্কযুদ্ধে এমবাপ্পে-খেলাইফি, ‘দেয়াল কাঁপানো’ চিৎকার শিরোনাম দুই সিনেমায় চুক্তি সেরে নিশো বললেন, ‘আমি হারিয়ে যাইনি’ শিরোনাম গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মেলিন্ডার শিরোনাম চোট পরিচর্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাসকিন শিরোনাম শুল্কমুক্ত থাকছে না এমপিদের গাড়ি