ঢাকা, ১৫ মে, ২০২৪
Banglar Alo

সব সংশয় উড়িয়ে দিলেন সাকিব

Publish : 12:33 AM, 29 April 2024.
সব সংশয় উড়িয়ে দিলেন সাকিব

সব সংশয় উড়িয়ে দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

বরাবরই আনপ্রেডিক্টেবল সাকিব আল হাসান। কখন খেলবেন আর খেলবেন না, সেটি কেবল তিনিই জানেন! শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে একটি ম্যাচও খেলবেন না বলেছিলেন, আচমকা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে খেলেছেন সিরিজের দ্বিতীয় টেস্ট। এক বছর পর এই সংস্করণে ফেরা সাকিব সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে। আগামী জুনে এই সংস্করণের বিশ্বকাপ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। ৩ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব।

ক্যাম্পে না থাকায় জিম্বাবুয়ে সিরিজে সাকিব খেলবেন কি না তা নিয়ে অনেকের মনেই আছে সংশয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। বিষয়টি ঠিক পছন্দ হচ্ছে না সাকিবের। না হওয়ারই কথা। কেননা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েই রেখেছেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শেখ জামালের হয়ে ডিপিএল খেলবেন সাকিব, এরপর জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে যোগ দেবেন জাতীয় দলে। সেভাবেই সাজানো হয়েছে পরিকল্পনা। তাতেও ঠিক আশ্বস্ত হতে পারেননি সমালোচকরা। একটা পক্ষ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে তাদের মনে সংশয় থেকেই গেছে।

সেই সংশয় উড়িয়ে দিলেন সাকিব নিজেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা দ্বিধা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে-দুটি না তিনটি ম্যাচ খেলতে। আমি বলেছি সমস্যা নেই। এটিই সিদ্ধান্ত হয়েছে, যেটি নিয়ে দেশে এত সংশয় দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’

সাকিব নিশ্চিত করেছেন তিনি একা এসব সিদ্ধান্ত নেন না, যা হয় আলোচনার মাধ্যমেই হয়ে থাকে, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি নেই।’ অর্থাৎ শেখ জামাল কর্তৃপক্ষকে দেওয়ার কথা রক্ষা করে জিম্বাবুয়ে সিরিজের শেষ তিনটি ম্যাচ খেলবেন সাকিব। সে ক্ষেত্রে দলের বিশ্বকাপ প্রস্তুতি আরও জুতসই হবে বলেই আশা করা যায়।

বিশ্বকাপ ঘিরেও আছে বড় আশা। সাকিব অবশ্য এসব ক্ষেত্রে বরাবরই বাস্তববাদী। টিম বাংলাদেশ বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে কি না এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না এটি বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড়-ছোট দল নেই।

আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাস নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই, এটি যেন ধরে রাখতে পারি। খুব বেশি ম্যাচ কিন্তু জিততে হয় না ভালো কিছু করতে। আশা করছি আমরা সেটি পারব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ৯ আসরের সবকটিতে খেলেছে বাংলাদেশ। বলার মতো কোনো সাফল্য নেই। এবারও তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপালের বিপক্ষে লড়তে হবে গ্রুপে। সাকিব তাতে উদ্বিগ্ন নন, তিনি আস্থা রাখছেন নিজেদের সামর্থ্যে, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয়, কন্ডিশন আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে।’

যদিও নিউইয়র্কের কন্ডিশন নিয়ে কিছুটা সংশয় আছে সাকিবের মনে। তবে তিনি ভরসা পাচ্ছেন জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থাকায়। ওই সিরিজটা বিশ্বকাপ প্রস্তুতিতে বেশ সহায়ক হবে। 

সাকিবও বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে খেলেছি অনেক সমর্থন পেয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও ওরকম ভালো কিছু করতে পারব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ শিরোনাম টটেনহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যানসিটি শিরোনাম বাংলাদেশি ফুচকায় মজলেন ডোনাল্ড লু শিরোনাম নতুন করে প্রেমে পড়েছেন সুশান্তের প্রেমিকা শিরোনাম আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান শিরোনাম ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের