ঢাকা, ১৪ মে, ২০২৪
Banglar Alo

যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা চালাল হিজবুল্লাহ

Publish : 01:48 PM, 24 April 2024.
যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা চালাল হিজবুল্লাহ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর একাধিকবার ইসরায়েল ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার আবারও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে অন্য যেকোনো হামলার তুলনায় এটি ইসরায়েলের গভীরে আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এখন পর্যন্ত এটাই তাদের ইসরায়েলি ভূখণ্ডের সবচেয়ে ভেতরে হামলা। 

এক বিবৃতিতে তারা জানায়, ডামি ও বিস্ফোরক ড্রোন দিয়ে একযোগে হামলা চালিয়েছে তারা। আকর শহরের দুটি ঘাটিতে তারা এই হামলা চালায়। ইসরায়েলি হামলায় তাদের একজন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠিটি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভারতে ধূলিঝড়ে বিলবোর্ড ধসে নিহত ৩, আহত ৫৯ শিরোনাম সীমান্তে হত্যাকাণ্ড: কর্মসূচির চিন্তা করছে বিএনপি শিরোনাম আট দিন ধরে বিদ্যুৎহীন ১৩ হাজার গ্রাহক শিরোনাম নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা শিরোনাম শিবপুরে উপজেলা নির্বাচন থেকে রাখিলের প্রার্থিতা প্রত্যাহার শিরোনাম দক্ষ নারী কর্মীদের বিদেশে কাজের সুযোগ তৈরি করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী