ঢাকা, ১৪ মে, ২০২৪
Banglar Alo

বিরোধীদের অভিযোগ ঘৃণা ছড়াচ্ছেন মোদি

Publish : 03:25 PM, 24 April 2024.
বিরোধীদের অভিযোগ ঘৃণা ছড়াচ্ছেন মোদি

বিরোধীদের অভিযোগ ঘৃণা ছড়াচ্ছেন মোদি

আন্তর্জাতিক :

লোকসভা নির্বাচনে প্রচারসভায় গিয়ে যে ধরনের কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এর মধ্য দিয়ে তিনি দেশটিতে ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে বিরোধী শিবির। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদি রাজস্থানে এক প্রচারসভায় বলেছেন, বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় গেলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বিতরণ করবে। দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস মোদির ওই মন্তব্য প্রত্যাখ্যান করেছে।

এবারের সাধারণ নির্বাচন সাত পর্বে হচ্ছে। প্রথম পর্বে ১০২ আসনে ভোটগ্রহণ হয়েছে গত শুক্রবার। আগামী শুক্রবার হবে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ। ১ জুন শেষ পর্বের ভোটগ্রহণ হবে। ফল প্রকাশ হওয়ার কথা ৪ জুন। এবারের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় জয়ের আশা করছে। তবে, বিবিসি বলছে, রাজস্থানে করা মোদির মন্তব্য দেশটিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

মোদি রাজস্থানে বলেছেন, ‘যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তারা বলেছিল, সম্পদের ওপর মুসলিমদের প্রথম অধিকার। তারা আপনার সব ধন-সম্পদ একত্র করে তাদের মধ্যে বণ্টন করবে, যাদের বেশি সন্তান আছে। তারা অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করবে।’

মোদির এই ধরনের বক্তব্যে সমাবেশে উপস্থিত বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিত করতালির মধ্য দিয়ে সমর্থন প্রকাশ করে। এ সময় মোদি তার সমর্থকদের জিজ্ঞাসা করেন, ‘তাদের কষ্টার্জিত সম্পদ যদি অনুপ্রবেশকারীদের দিয়ে দেওয়া হয়, তবে তারা কি তা মেনে নেবেন?’

মোদির ইসলামফোবিক বক্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলের নেতা-কর্মীরা। নির্বাচন কমিশনকে মোদির মন্তব্য তার আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত করার জন্য অনুরোধ করেছেন তারা।

ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) নিয়ম অনুসারে, জাতপাত এবং সাম্প্রদায়িক অনুভূতির ভিত্তিতে ভোট চাওয়া উচিত নয়। কারণ, এটি বিভেদ বাড়াতে পারে বা পারস্পরিক ঘৃণা বা উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এদিকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও ঘৃণাত্মক মন্তব্যের জন্য মোদির নিন্দা করেছেন। ভারতীয় মুসলিম সাংবাদিক রানা আইয়ুব সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি, নির্লজ্জ বিদ্বেষমূলক বক্তব্য।’ অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘মোদি আজ মুসলমানদের অনুপ্রবেশকারী এবং অনেক সন্তানের বাবা বলে অভিহিত করেছেন। ২০০২ সাল থেকে আজ পর্যন্ত মোদির একমাত্র গ্যারান্টি ছিল মুসলমানদের কলঙ্কিত করে ভোট পাওয়া।’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে মোদির মন্তব্যকে ‘ঘৃণাত্মক বক্তব্য’ এবং ‘মনোযোগ সরানোর জন্য একটি সুচিন্তিত চক্রান্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার: নানক শিরোনাম তর্কযুদ্ধে এমবাপ্পে-খেলাইফি, ‘দেয়াল কাঁপানো’ চিৎকার শিরোনাম দুই সিনেমায় চুক্তি সেরে নিশো বললেন, ‘আমি হারিয়ে যাইনি’ শিরোনাম গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মেলিন্ডার শিরোনাম চোট পরিচর্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাসকিন শিরোনাম শুল্কমুক্ত থাকছে না এমপিদের গাড়ি