ঢাকা, ১৬ মে, ২০২৪
Banglar Alo

রাজনৈতিক কৌশল বিষয়ে আলোচনা

Publish : 05:51 AM, 19 April 2024.
রাজনৈতিক কৌশল বিষয়ে আলোচনা

রাজনৈতিক কৌশল বিষয়ে আলোচনা

রাজনৈতিক প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় সারাহ কুকের বাসায় সকাল সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা এই বৈঠক হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এই বৈঠকে দলটির রাজনৈতিক কৌশল নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ বৈঠকে অংশ নেন। এ দিকে সারাহ কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাইকশিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এতে বলা হয়েছে, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাহ কুক।

বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ঘটনা উল্লেখ করেন দলের নেতারা। উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গও আলোচনায় আসে। বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কেও সারাহ কুককে ধারণা দেন।

সম্প্রতি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা নির্বাচনের ভোটবর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শিরোনাম বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন আব্দুল কুদ্দুস শিরোনাম হিমাগা‌রে মজুত ছি‌ল ৫ লাখ ডিম শিরোনাম শপথ নিলেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী শিরোনাম সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগে এতিম ও প্রতিবন্ধী কোটা পূরণের সুপারিশ শিরোনাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ