ঢাকা, ১৯ মে, ২০২৪
Banglar Alo

আন্তর্জাতিক বাজারে ৫ মাসে ডলারের দাম সবচেয়ে কম

Publish : 05:07 AM, 30 December 2023.
আন্তর্জাতিক বাজারে ৫ মাসে ডলারের দাম সবচেয়ে কম

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

ইউরোসহ কয়েকটি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শিগগিরই নীতি সুদহার কমাতে যাচ্ছে, বাজারে এমন প্রত্যাশা তৈরি হওয়ার পর ডলারের বিনিময় হার কমেছে।

বড়দিন ও নতুন বছরের ছুটি থাকায় বাজারে এখন খুব একটা লেনদেন হচ্ছে না। এ ছাড়া তারল্য সংকটের কারণে ডলারের বিনিময়ে হার খুব কমবে না বলে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে।

মার্কিন ডলারের বিনিময় হার পরিমাপের সূচক হচ্ছে দ্য ডলার ইনডেক্স। এ সূচকে ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের তুলনামূলক পরিমাপ করা হয়। ডলার ইনডেক্স এখন ১০০ দশমিক ৯৮-এ নেমে এসেছে, জুলাই মাসের ২৭ তারিখের পর যা সর্বনিম্ন। এ ক্ষেত্রে কমার হার শূন্য দশমিক ৪৮ শতাংশ। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের শেষে ডলার ইনডেক্সের মান মোট ২ দশমিক ৪৫ শতাংশ কমে যাবে, যদিও আগের দুই বছর ফেডের নীতি সুদহার বৃদ্ধির জেরে ডলারের বিনিময় হার অনেকটা বেড়েছিল।

বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় ফেডারেল রিজার্ভ এখন নমনীয়। চলতি মাসে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল অপ্রত্যাশিতভাবে নমনীয় অবস্থান নেওয়ায় আগামী মার্চ মাসে নীতি সুদহার কমার গুঞ্জন শুরু হয়েছে। সেই বৈঠকে নীতিপ্রণেতারা ২০২৪ সালে নীতি সুদহার ৭৫ ভিত্তি পয়েন্ট কমানোর পূর্বাভাস দিয়েছেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যাত্রী উঠানো নিয়ে দুই সহকর্মীর বাক-বিতণ্ডা, মারধরে একজনের মৃত্যু শিরোনাম পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার শিরোনাম ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে হামলা বাড়াতে পারে রাশিয়া: জেলেনস্কি শিরোনাম জাবিতে মাস্টারপ্ল্যান ছাড়া ভবনের কাজ শুরু হওয়ায় শিক্ষার্থীদের বাধা শিরোনাম সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে শিরোনাম নাফ নদে ধাওয়া করে মাদকের চালানসহ চারজনকে আটক