ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
Banglar Alo

এবার ব্যবসায় নামছেন পরীমনি

Publish : 05:42 AM, 23 November 2024.
এবার ব্যবসায় নামছেন পরীমনি

এবার ব্যবসায় নামছেন পরীমনি

বিনোদন ডেস্ক :

ঢাকাই ছবির এই সময়কার গ্ল্যামার গার্ল পরীমনি। রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন। অবশ্য তার অভিনীত ছবিগুলো ব্যবসায়িক দিক থেকে পুরোপুরি ব্যর্থতার তকমা পেয়েছে। ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই চিত্রনায়িকা। তারপরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

তবে মা হিসেবে পরীমনি একেবারেই ব্যতিক্রম। সব সময় আগলে রেখেছেন দুই সন্তানকে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।

পরীমণি বলেন, ‘মা হওয়ার পর বিভিন্ন জিনিস নিয়ে আমি যে সাফারটা করেছি, সেটা অন্যদের জন্য সহজ করতে চাই। হয়তো আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছে বা জার্নিটা কমপ্লিট করেছি। কিন্তু অনেক কষ্ট হয়েছে। অন্য সবার সেই কষ্ট লাঘব করার জন্যই আমার উদ্যোগ। মা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় সবকিছু যেন এক জায়গায় থাকে। ডায়পার কিনতে হবে এক জায়গায়, আবার বালিশ কিনতে আরেক জায়গায় যাতে ঘুরতে না হয়। আমাদের এখানে সবকিছু পাওয়া যাবে।’

শিগগিরই শুরু হবে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন পরীমণি।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট প্রথম পুত্রসন্তানের মা হন পরীমণি। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমণি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রোববার-সোমবার ঢাকা সিটি কলেজ বন্ধ শিরোনাম নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে শিরোনাম সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ শিরোনাম ফজলুর রহমান বাবুর জুটি হয়ে অভিনয়ে ডাক্তার সাবরিনা শিরোনাম অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে: এ্যানি শিরোনাম চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ ২৬ নভেম্বর