ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
Banglar Alo

গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

Publish : 03:42 AM, 23 November 2024.
গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে আরও অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।

আজ শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার পর থেকে গাজায় এ পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৫৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ২৮৬ জন। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন। 

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়া জানিয়েছেন, উত্তর গাজায় রাতভর হামলায় ৬৫ জন নিহত হয়েছেন। হামলার সময় সেখানে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, হাসপাতালের মেডিকেল টিম ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৫ জনের মরদেহ উদ্ধার করেছে। কোনো আধুনিক উদ্ধার সরঞ্জাম না থাকায় হাত দিয়েই কাজ করতে হচ্ছে। ড. সাফিয়া সতর্ক করেন, যদি আন্তর্জাতিক সহায়তা না আসে এবং চিকিৎসা সরঞ্জাম না পৌঁছায়, তবে হাসপাতালটি ‘গণকবরে’ পরিণত হতে পারে।

এছাড়া বুধবার মধ্য গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে হামলায় অন্তত ২২ জন নিহত হন, তাদের মধ্যে ১০ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আলবুরশ জানান, হতাহতদের উদ্ধারের কাজ এখনো চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলাগুলো এমন সময়ে ঘটলো, যখন গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় অভিযান নতুন করে জোরদার হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ১৩৯ ইসরায়েলিকে হত্যা করে হামাস। এছাড়াও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

এদিকে গাজায় গণহত্যার দায়ে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

এদিকে ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ৫৮৩ জন নিহত হয়েছেন। হামলা আহত হয়েছেন ১৫ হাজার ২৪৪ জন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শিরোনাম গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু শিরোনাম এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১%, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯% মানুষ শিরোনাম সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে শিরোনাম অক্টোবর মাসে ৪৫২ সড়ক দুর্ঘটনায় ৪৭৫ নিহত, আহত ৮১৫ শিরোনাম এবার ব্যবসায় নামছেন পরীমনি