নিজ্জার হত্যা ষড়যন্ত্র সম্পর্কে জানতেন মোদি
কানাডায় বসবাসকারী খালিস্তানি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জড়িত। কানাডিয়ান সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ একটি প্রতিবেদনে এ দাবি করেছে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, কানাডায় খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা মোদি আগে থেকেই জানতেন। তবে ঘটনাটি জানলেও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত– এমন কোনো তথ্যপ্রমাণ সে দেশের গোয়েন্দাদের কাছে নেই। ভারত এ অভিযোগ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেও এর তীব্র নিন্দা জানিয়েছে।
কানাডা সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়, নিজ্জার হত্যার ছক কষেছিলেন অমিত শাহ নিজে। সেই ছকের কথা জানানো হয়েছিল মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। সেই দেশের গোয়েন্দারা মনে করেন, মোদিকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত অমিত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না।
নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরাসরি যুক্ত বলে কানাডা সরকার আগেই অভিযোগ তুলেছিল। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে এ অভিযোগ এনে বলেছিলেন, এমন মনে করার যথেষ্ট তথ্য তাদের আছে। ভারতের উচিত, তদন্তে নিযুক্ত গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতা করা। তবে ভারত শুরু থেকেই ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছে।
জয়সওয়াল বলেছেন, কানাডার সরকারি সূত্রের বরাত দিয়ে এই ধরনের প্রতিবেদনের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা। আমরা সাধারণত সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো প্রতিক্রিয়া দিই না। এই ধরনের ভুয়া প্রচারণা ভারত-কানাডার সম্পর্কে আরও তিক্ততা বাড়াবে। এমনিতেই এ মামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দিল্লির দাবি, রাজনৈতিক কারণেই ভারতের ঘাড়ে এই দোষ চাপাচ্ছেন ট্রুডো। খবর রয়টার্স ও আলজাজিরার।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com