ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
Banglar Alo

যুক্ত ফোরামের সংবাদ সম্মেলন : ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠনের দাবি

Publish : 03:42 AM, 23 November 2024.
যুক্ত ফোরামের সংবাদ সম্মেলন : ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠনের দাবি

যুক্ত ফোরামের সংবাদ সম্মেলন : ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠনের দাবি

রাজনৈতিক প্রতিবেদক :

ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়ে বিপ্লবী জাতীয় সরকার গঠনের রূপরেখা পেশ করেছে যুক্ত ফোরাম। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বিপ্লবী সরকার গঠনের দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই সরকার গঠনের দাবি ও রূপরেখা উপস্থাপন করেন ফোরামের কেবিনেট প্রেসিডেন্ট ও প্রধান সমন্বয়ক চাষী মামুন।

যুক্ত ফোরাম উত্থাপিত বিপ্লবী সরকারের পেশকৃত রূপরেখায় বলা হয়েছে, বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হবেন ড. মুহাম্মদ ইউনূস। এই সরকার শপথ নেবে জাতীয় শহীদ মিনারে জুলাই-আগস্টের শহীদ পরিবারের সদস্যদের কাছে। তাদের বৈধতার ম্যান্ডেট হবে ৫ আগস্টের ছাত্র-জনতা। এই সরকারে সশস্ত্র বাহিনীসহ সব স্টেকহোল্ডার থাকবেন। ফ্যাসিবাদী সংবিধান রহিত করে তারা নতুন সংবিধানের ব্যবস্থা করবেন। 

সরকারের আকার সম্পর্কে বলা হয়, বিপ্লবী সরকার গঠিত হবে রাষ্ট্রপতির নেতৃত্বে। সরকারে থাকবেন একজন উপরাষ্ট্রপতি এবং অনধিক ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ।

রূপরেখায় বলা হয়, প্রতি সপ্তাহে উপদেষ্টারা কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরবেন জাতির কাছে। রাষ্ট্রপতি তাঁর কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরবেন প্রতি মাসে একবার। স্থানীয় সরকারের ক্ষমতা স্থানীয় জনগণের ওপর ন্যস্ত করবেন, আমলাদের ওপর নয়। বিপ্লবী জাতীয় সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, যুক্ত ফোরামের কেবিনেট সেক্রেটারি বিপ্লব পোদ্দার, সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মাওলানা আশরাফুল হক, দেলোয়ার হোসেন প্রমুখ। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শিরোনাম গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু শিরোনাম এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১%, সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯% মানুষ শিরোনাম সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে শিরোনাম অক্টোবর মাসে ৪৫২ সড়ক দুর্ঘটনায় ৪৭৫ নিহত, আহত ৮১৫ শিরোনাম এবার ব্যবসায় নামছেন পরীমনি