ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
Banglar Alo

চীনে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ণখনির সন্ধান

Publish : 03:42 AM, 23 November 2024.
চীনে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ণখনির সন্ধান

চীনে ৮৩ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ণখনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক :

চীনে বিশাল এক স্বর্ণখনির সন্ধান মিলেছে।দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে পাওয়া এই খনিতে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের স্বর্ণ রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, নতুন এই স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমনী সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমনীর মতো। স্বর্ণের আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমনি।

চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চ মানের এক হাজার টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার ৩০০ কোটি ডলার।

ইতোমধ্যে খনিটি থেকে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন বলেন, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনি দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রোববার-সোমবার ঢাকা সিটি কলেজ বন্ধ শিরোনাম নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে শিরোনাম সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ শিরোনাম ফজলুর রহমান বাবুর জুটি হয়ে অভিনয়ে ডাক্তার সাবরিনা শিরোনাম অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে: এ্যানি শিরোনাম চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ ২৬ নভেম্বর