ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
Banglar Alo

যে মাইলফলক সামনে রেখে অ্যান্টিগা টেস্টে নামছেন মিরাজ

Publish : 03:42 AM, 23 November 2024.
যে মাইলফলক সামনে রেখে অ্যান্টিগা টেস্টে নামছেন মিরাজ

যে মাইলফলক সামনে রেখে অ্যান্টিগা টেস্টে নামছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক :

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে ছিটকে গেছেন। তাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে একটি মাইলফলকও হাতছানি দিয়ে ডাকছে এই অলরাউন্ডারকে। আজ শুরু হতে যাওয়া অ্যান্টিগা টেস্ট সাদা পোশাকে মিরাজের ক্যারিয়ারের ৫০তম।

৫০টি টেস্ট খেলা বৈশ্বিক হিসেবে তেমন বড় কোনো অর্জন না হলেও বাংলাদেশের বাস্তবতায় এটিই অনেক। বাংলাদেশের মতো দল টেস্ট খেলেই কম। এই কথা আরও একটি পরিসংখ্যানে স্পষ্ট হবে। মিরাজের আগে বাংলাদেশের মাত্র ৭ ব্যাটারই ৫০টি টেস্ট খেলতে পেরেছেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৪টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান খেলেছেন তার অনেক কম, ৭১টি টেস্ট। পরের নামগুলো হলো- তামিম ইকবাল (৭০), মুমিনুল হক (৬৭), মোহাম্মদ আশরাফুল (৬১), হাবিবুল বাশার (৫০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০)। 

৪৯ টেস্টের ক্যারিয়ারে মিরাজের রান ১ হাজার ৮০৬। একটি সেঞ্চুরিসহ ২২.৮৬ গড়ে এই রান করেছেন তিনি। এতদিন লোয়ার অর্ডারে ব্যাট করতেন মিরাজ। তবে সাকিব-মুশফিকদের অনুপস্থিতিতে ওপরের দিকে ব্যাট করবেন বাংলাদেশ অধিনায়ক। 

মাইলফলক স্পর্শ করা নিয়ে রোমাঞ্চিত মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগছে। যেহেতু ৫০ টেস্ট খেলব, এটা দেশের জন্য, আমার জন্য ভালো একটি পাওয়া। দেশের জন্য ৫০ টেস্ট খেলা আমি মনে করি অনেক বড় অর্জন। সেটা যেন স্মরণীয় করে রাখতে পারি, সেই চেষ্টা থাকবে।’

অ্যান্টিগায় পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না। তবে মনে রাখার মতো কিছু পাওয়ার অপেক্ষায় মিরাজ, ‘অ্যান্টিগায় আমরা এর আগে ভালো খেলিনি। বাজেভাবে হেরেছিলাম। এবার আমরা নতুনভাবে এসেছি। এখানে আসার পর ১০ দিনের মতো এখানে অনুশীলন করেছি। একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, ক্রিকেটাররা অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রোববার-সোমবার ঢাকা সিটি কলেজ বন্ধ শিরোনাম নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে শিরোনাম সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ শিরোনাম ফজলুর রহমান বাবুর জুটি হয়ে অভিনয়ে ডাক্তার সাবরিনা শিরোনাম অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে: এ্যানি শিরোনাম চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ ২৬ নভেম্বর