বলিউডে আমাকে কোণঠাসা করা হয়েছিল: প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন। তারপর হলিউডে পাড়ি দিয়েছেন । সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা।
তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার। এই বিষয়ে প্রিয়ঙ্কার বক্তব্য, ‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হয়েছিল। একটা সময়ের পরে আমাকে কোনও ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল।’
প্রিয়ঙ্কা জানান, ‘ফিল্ম রাজনীতির খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির ভেতরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’
বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন। সেখানে বি-গ্রেড ছবিতে ছোট চরিত্রেও অভিনয় করেছেন-সেটাও খোলাসা করেছেন। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।’
তিনি আরও বলেন, ‘অনেকে আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com