কোটি টাকার শুল্ক ফাঁকি : বেনাপোলে বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী আটক
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাগজপত্র বিহীন চালানটি ভারত থেকে সোমবার সকাল ১০টার দিকে বন্দরে প্রবেশ করে। বন্দরের ১৭ নং শেড থেকে ট্রাকে লোড করার সময় কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া দুটি ট্রাক জব্দ করে কর্তৃপক্ষ।
শেড ইনচার্জ আব্দুল মতিনের সহযোগিতায় শেডে আনলোড ও কিছু সময় পর বাংলাদেশী ট্রাকে (খুলনা মেট্রো-ট ১১-২১৬৭) লোড দেওয়ার সময় আটক করা হয়।
সরেজমিনে স্থলবন্দরের ১৭ নং শেডে গিয়ে দেখা যায়, উন্নতমানের গার্মেন্টস পণ্য শাড়ি, থ্রি-পিছ, পেন্টিং ফেব্রিক্স, বোরখা কাপড়, শোফার কাভার জাতীয় কিছু পণ্য বাংলাদেশী কাভার্ডভ্যানে লোড করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কমিশনার কামরুজ্জামানের নেতৃত্বে আইআরএমের একটি টিম কর্তৃপক্ষ আটক করেন। তবে আটককৃত পণ্যের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি শেড ইনচার্জ।
বেনাপোল বন্দরের ১৭ নং শেডের ইনচার্জ আব্দুল মতিন বলেন, এই পণ্য কার আমি জানি না। কিভাবে শেডে নামল তাও আমি বলতে পারি না। তবে সে ওই শেডের ইনচার্জ চাবি তার কাছে থাকে কিভাবে এই অবৈধ পণ্য বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে প্রবেশ করল এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এখানে প্রান্ত নামে একজন টেন্ডেল থাকে সে মিয়ান নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের আব্দুল্লাহ নামে একজন বর্ডারম্যানের সহযোগিতায় শেডে পণ্য আনলোড করে আমার অনুপস্থিতিতে। তবে শেড ইনচার্জের দেওয়া তথ্য মতে, বেনাপোলে ওই নামে কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স ও বর্ডারম্যান নাই।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ বেনাপোলে একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে জাল কাগজপত্রের মাধ্যমে স্থল বন্দর ও কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে পণ্য আমদানি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আজহার বলেন, বন্দরের ১৭ নং শেডে কাগজপত্র বিহীন দুটি ট্রাকে শাড়ি থ্রি-পিছ ও ফেব্রিক্সের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই মালের সঙ্গে কে বা কারা জড়িত শেড ইনচার্জ কারোর নাম বলছে না। এ ঘটনায় সরকারের প্রায় কোটি টাকা রাজস্ব ফাঁকি হচ্ছিল বলে কাস্টমস জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com